রাত জেগে জেগে আমি তো পথ চেয়ে চেয়ে
ক্লান্তিতে বিমুগ্ধ, এখন আর তোমার ফেরার প্রত্যাশায়
রাখি না দরোজা খুলে,
আজ আর বৃষ্টি হোক বা না হোক
আমার তৃষ্ণার্ত ঠোঁটের পিপাসা মিঠে গেছে শ্রাবণের শেষে।


কষ্টে পাঁজরে পাথর ভেঙ্গেছি যত রাত
তুমি তার শুনো নি আর্তনাদ,
হৃদয়ের খাম খোলে দেখতে যদি তোমাকে লেখা
চিঠির রক্তাক্ত শব্দে শোকাহত প্রেমের
অব্যক্ত অনুরণন,
কত রাত নির্ঘুমে চোখ জ্বলে জ্বলে
পোড়ে যায় প্রভাতের বাতি
সে কথা জানতে যদি, না ফিরে কি পারতে?


এখন আর আমার প্রার্থনায় তুমি নেই,
কোনো ভোরও নেই, সন্ধ্যাও নেই,
ফাগুন হীনা বাঁচি শুধু
আর বুকের ভেতর আগুন জ্বেলে হাসি।।