সুখের দিনে আশেপাশে ভীড় বেড়ে যায়
বন্ধু স্বজন কতো শত,
দুখের দিনে কেউ রাখেনা খুঁজ
খাই বা না খাই,একাই থাকি আমি আমার মত।


রিক্ত যখন সিক্ত তখন অশ্রুতে
চোখের কোনে টলমলে সুখ বালিশ ভিজে একা-ই
কোরমা পোলাও বিরানীর খুশবোতে
ভালোবাসার ভীড় বেড়ে যায় ভলোবাসা ছাড়া-ই।


মাঘের শীতে দিলাম যারে বুকের ওমে বসত বাড়ি
সেও গেলো পর করে ঘর অন্ধকারে ছোড়ী,
স্বপ্নে আমি দু হাত ভরে স্বপ্ন কুঁড়াই রোজ
এই ফাগুনে আসবে বুঝি কেউ, নিতে আমার খুঁজ।
#