সময়ের হাত ধরে
কে কত দিন চলতে পারে বা দৌড়াতে;
একদিনতো বিকট শব্দে বা নিঃশব্দে
পা ফসকে কিংবা
ভুল্বশতঃ বা এক্সিডেন্টলী - রাস্তার ধুলে সন্তরণ,
সবই সৃষ্টি সুত্রে গাঁথা, দুর্বোধ্য মানুষের।


পদচিহ্ন আঁকা থাক বা না থাক
পথ কারো স্মৃতি চিহ্ন রাখেনা মনে,
বাতাসের নিজস্ব কোনো ঘ্রাণ নেই,মুগ্ধতাও নেই
বৃষ্টিতেও ভিজেনা সে, থাকে শুস্ক,
শ্বাসের বাহক,
মানুষের জন্য সবই ঈশ্বর প্রদত্ত সুত্রে গাঁথা।


আমাদের প্রস্থান পৃথিবী থেকে সুনিশ্চিত
অভিযাত্রা পরকাল মুখি বা ভিন্ন গ্রহে,
অনিশ্চিত; শুধু এই টুকু জানি
আজ বা কাল কিংবা পরশু
বিধাতার সুত্র মতে, আমি বা আমরা কেউ থাকবনা।
সময়, আলো,বাতাস, পথ
এরা কেউ আমাদের স্মৃতি চিহ্ন রাখবেনা হৃদয়ে সুপ্ত।