কার কথা বলবো
এখানে তো দেখছি সবাই এপ্রোনে ডাকা ডাকাত !
প্রাচুর্যের পিছে ছুরি চাকু কলম হাতে নিয়ে
বেমালুম কেটে যাচ্ছে গলা, হাত পায়ের রগ।


দুঃসময়ের শেকলে বাধা প্রজাতন্ত্রের হাত।
মানুষেরা লেলিহান লালসা রোগে আক্রান্ত ;
সবুজ ঘাস, মাটির জরায়ু খেতে খেতে
এখন খাচ্ছে গণতন্ত্রের হাড় মাংস,
স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় জেনেও উন্মাদ দু হাতে
চালাচ্ছে লুটতরাজ, পশু পাখি ভয়ে
কুয়াশার চাদরে মুখ ঢেকে পালাচ্ছে ছেড়ে বনাঞ্চল;
চাঁদের চোখে মুখে দেখেছি ভয়ের উত্থান
বিষন্নতা এখন সমগ্র বাংলাদেশের আকাশটা নিয়েছে দখলে।


কোথাও শান্তি নেই ।
আগুন জ্বলছে এবং পুডাচ্ছে প্রতিনিয়ত
কারো ঘর, আঙিনার কচি লাউ গাছ, ফুলের ঘ্রাণ,
কৃষকের লাঙল থেকে হালের বলদ
চাষের জমি কেড়ে নিয়ে গণতন্ত্র নাকি সংহত হয় আজ।


মনুষ্যত্ব বড়ো বিপন্ন এসময় ।
মানুষের পশুত্বের দাপটে
আদিম হিংস্রতা একদিন হেরে যাবে
সুসভ্য হিংস্রতার কাছে।