এক ফোটা ভালোবাসা ছাড়া জীবনের রঙ
কখনও হয়না স্বপ্নিল, হয়না মুখরিত ঘর,
বসন্ত দিনেও ফুল রঙ রয়ে যায় ফিকে;


অনাদিকাল ধরে প্রেম আছে বলেই
চাঁদ উঠে আকাশে, মেঘ বৃষ্টি ঝরায়
মাটিতে ফসল ফলে সূর্য কিরণ লেগে;


ভালবাসাই তো এক জ্যামিতিক সুত্রের মত
কখনও পাথরেরও চোখ ভিজে নিমকিন জলে,  
কখনও হাসিতে ভাসে যত বেদনার দিন;


এক ফোটা ভালোবাসায় নিভে যায় আগুনের ক্রোধ
আজন্মের কষ্ট যত খুঁজে পায় সুখ,
শুধু এক ফোটা সরস ভালোবাসা-
        পৃথিবীর বুকে ফোটাতে পারে চির শান্তির ফুল।।