আমার অন্ধকার ঘরটা এক সময় হাসত
যখন তুমি হাসতে,
জোনাকিদের আনাগোনা লেগে থাকত আমার ঘরে
যত দিন তুমি ছিলে,
আমি কখনও চাঁদের কাছে জ্যোৎস্না চাইনি
রোদের কাছেও যাইনি,
তোমার উন্মাদ করা হাসির প্রখরতায় ভিজে
বিমুগ্ধ আমার কেটে গেছে বয়সের চল্লিশটি ফাগুন;


তোমার চলে যাবার পর থেকে আমি আর অন্ধকার
বন্ধু হয়ে গেছি,
জোনাকিরা ভুলে গেছে পথ
চাঁদের হাসিতে ঝরে ছাই রঙ বিবস্র মাতাল;


এখন আমারে চেনে না রোদ
চেনে না বসন্ত হাওয়ার মখমলি সুখ,
তুমি পাশে নেই তাই
এখন আমারে চেনে না সুবাসিত ফুল,
টিনের চালের ফাঁক গলে ঝরা বৃষ্টির ফোঁটা
এখন আর আমারে চেনে না!