সুখের খুঁজে কত পথ ঘোরে হলাম ক্লান্ত
কত নদী, বাঁশের সাঁকো
কত পাহাড়, ঝর্না জল
কেউ দিলনা একটু খানি স্নিগ্ধ সুখের খুঁজ।


পথে প্রান্তে কত মানুষ আমার মত ক্লান্ত বয়স
দিন গুনে যায় দিনের শেষে পৌড়ত্বে
কেউ জানেনা সুখের কাজল চোখের জলে
নামবে কবে স্নানে,


তবু মানুষ হয়না নিরাশ, কষ্টে নিরব ঝলসে
কাল সকালের স্বপ্ন চোখে
আসবে নিরস দুঃখ শেষে
মরার আগে, ভাসবে সুখে ভাসবে...........


(অলস রোদে পোড়ল বুকের ছাতি
স্বপ্ন দগ্ধ চোখে অথৈ দুঃখ বিভোর রাতি।)