আমার আঙিনা বৃষ্টিতে ভিজেনি
কতো কাল ধরে, মেঘের আনাগোনা দেখি
নিরস চোখে,
প্রত্যাশা জ্বল জ্বল করে,
আকাশের বাদল নিমগ্ন প্রেমে,
বৃষ্টিহীন
আমি পুড়ি তৃষ্ণার আগুনে;


জলে ভরা কলসির উপচানো জলে
কত মরা নদীর তরঙ্গ জাগে,
কত বৃক্ষ শাখে ফুলেরা ফোটে,
কত মাঝি পাল তুলে ভাটিয়ালি সুরে;


ফাগুন গেলো বৈশাখ শেষে জ্যৈষ্ঠ এলো
খরতাপে,
আমারে ভেজালো না কেউ শ্রাবণ জলে
কিংবা ফাগুন জলে।