চারপাশে  মানুষ গুলি
ভীষন হিংসুটে
কেউ করেনা কারো হেল্প
মারে গানসুটে।


কাজ কর্ম নেই যার
করে বিক্রি ধর্ম
বুঝেনা মানব জীবন
শ্রেষ্ট জীবের মর্ম।


রোজ সকালে একটা ইস্যু
কিছু লোকে চায়
মরুক মানুষ যত্রতত্র
তার কি আসে যায়।


মিটিং মিছিল নেতা গিরি
করে পকেট ভরতে
অনাহারীর ভাত লুটে খায়
কাল হবেনা মরতে?


বুঝরে ভাই সময় যে নাই
শ্বাস ফুরাবার আগে
ক্রোধ কামনা, লোভ ছলনা
আর নিওনা ভাগে।


অন্ধকারের পথে চলা
দাও করে দাও বন্ধ
ফিরে এসো আলোর পথে
যাও ভুলে সব দন্ধ।