রোজ প্রভাতে পথ চলতে চলতে যখন ক্লান্তিতে বিধুর
কিছুটা সময় নির্মল ঘাসের মুখোমুখি বসি,
দেখি তার চোখও জলে টলমল,
বুঝিনা ঘাসের বুকে কষ্ট কিসের জ্বলে!


আজকাল প্রকৃতিরও মন ভালো নেই,
মনুষ্যত্বের স্বার্থপরতায়
বাতাসে বসতি গেড়েছে ইউরেনিয়াম,
সবুজ সংসার সংক্রমিত হচ্ছে বারুদ আর রক্তের মিশ্রণে,
মানুষের লাশের পচা গন্ধে এইডস ভাইরাসের ভয়
পাখীদের ঠোঁটে নিরব দুর্ভিক্ষ,


কোকিলের গান শুনে এখন আর কারো ঘুম ভাঙ্গে কিনা জানিনা,
গুলির শব্দ ঠিকই শুনি কখনও মধ্য রাতে, কখনও ভোরে
আতঙ্কিত প্রকৃতিকে নিয়ে মানুষেরা খেলে, মরণ খেলা,
মানুষের আত্মহননের নেশা- ঘাসের চোখে টলমলে জল!