এমন একটা ব্যাংক চাই, যেখানে গচ্ছিত
রাখা যাবে জীবনের সমস্ত সুখদ সময়;
একেকটা সুখানুভূতি,
ক্ষুদ্র ক্ষুদ্র ধার করা হাসির টুকরো গুলি,


ভালোবাসার প্রথম অটোগ্রাফ
আর বসন্তের ঝরে যাওয়া সমস্ত ফুলেদের
শেষ হাসিটুকু
ডিপজিট মেশিনে ঢেলে দিয়ে
পৌঢ়ত্বের দুঃসময়ের কাছে যেতে চাই,


যখন তখন কয়েকটা বাটন টিপলেই
স্মৃতির দরোজা খুলে অনায়াসে
যেন ফেরা যায় কৈশোরে, যৌবনে
স্কুলের বারান্দায়
হারানো দিনের মেলায়,


এটিএম মেশিনের ভেতর
জীবনের একেকটা সেকেন্ড,মিনিট ঘণ্টা
পড়ে থাকবে আমার আইডি পিনের অধিনস্ত হয়ে;
এমন একটা যান্ত্রিকতার সুসময় আসবে কবে ?