কিছু কিছু কষ্টের কোনো ব্যথা নেই সুস্পষ্ট,
অনুভবের অতলান্তে ভাষাহীন বোবা কান্নার
শব্দের মত অনুরণিত হয়,
দেহের ভেতর ঢেউ তুলে, সুনামির মত ক্ষিপ্র উচ্ছাসে
ভেঙ্গে দেয় ঘরের ছাউনি,
কেউ রিক্ত হয় তো কেউ সামলে নেয়; আর
কেউ কেউ নিঃশব্দে ভেঙ্গে ভেঙ্গে তলিয়ে যায় জীবনের স্রোতে,


আজকালের এই যান্ত্রিকতার ভীড়ে ফুরসৎ কই
হাতে হাত মেলাবার, কোশল বিনিময়ের
হোয়াটস-আপেই হয়ে যায় শোক প্রকাশ,
হ্যালো হাই, বাই বাই, টা টা,
বুলেট ট্রেনের স্পীডে জীবন
এখন মহাশূন্য অভিমুখী,

কেউ পুড়ছে ডিজিটাল অগ্নি দহনে আর
কেউ পোড়াচ্ছে সগর্বে, কেউ খাচ্ছে ফরমালিন
আর কেউ খাওয়াচ্ছে আনন্দে মুগ্ধ হেসে হেসে,
এখন কেউ কারো হৃদয় খুলে  দেখেনা
কার বুকের মধ্যিখানে কতো খানি আগুন জ্বলে......