এইতো সেদিন আমরা ক'জন তরুণ ছিলাম,
বট বৃক্ষের ছায়াতলে
সন্ধ্যা সকাল খেলতে যেতাম হাডুডু,
ক্ষিপ্র ভীষণ নদীর মত ভাঙ্গা গড়ার তীব্র নেশায়
পথ হারাতাম পথের খুঁজে, গোলাপ ছিঁড়ে
পরিয়ে নিতাম আপন শার্টের কলার ভাঁজে,
গানে গানে উড়ত ফাগুন অবুঝ প্রেমের ক্যনভাসে
চিঠির ভাঁজে নাম লিখেছি কত্তো মেয়ের,
ছদ্মনামে।


এইতো সেদিন মধ্য দুপুর পুকুর জলে সাঁতরে খেলাম
পিতার হাতের পিটুনি, স্কুল পালানো দিনটা আজো
মনের খাঁচায় নেচে হাঁসায়,
কাঁদায় কত মোহন স্মৃতি, আহারে.........


এইতো সেদিন আমরা ক'জন তরুণ ছিলাম
স্বপ্ন বিভোর উনিশ কুঁড়ির বয়সে,
দিন কাটতো হরষে, ঘুড়ির মত উড়তো মন
দেশ বিদেশের আকাশ ছুঁয়ে,
মায়ের আঁচল ভিজিয়ে দিতাম মায়ের চোখের অশ্রুতে;


আজ মনে হয়, এইতো সে দিন
জ্বালিয়ে পিদিম
স্কুলের বইয়ে চাষ করতাম মনটারে.........