আজ আছি কাল থাকবনা,
কেউ খুঁজবেও না,
কেউ ডাকবেও না নামটি ধরে,
কাছে এসে একটু ছুঁয়ে আদর করে,
চুলের ভাঁজে আঙ্গুল রেখে
পাশে বসে কেউ হাসবেও না।


কাল, আমার ঘরের নাম ঠিকানা বদলে যাবে,
পিয়ন এসে চিঠি হাতে ডাকবে যখন
কেউ পাবেনা আমার খুঁজ...
নিত্যদিনের মতো মোটা ফ্রেমের চশমা পরা
চোখ দুটো আর কারো চোখে খুঁজবেনা ঠাই
সন্ধ্যা বেলা,
শেষ বিকেলে রোগ্ন শরীর ঘাসের উপর এলিয়ে দিয়ে
বসবোনা আর পথের বাঁকে,
কাল থেকে.........


আমার অসূখ ভরা ক্লান্ত বুকের ব্যাথার কষ্টে
ভাঙবে না আর তোদের চোখের স্বপ্ন,
কাল থেকে
আমি ঘুমেই থাকবো মগ্ন।