কখনো কি শুনেছো ?
বুক ফেটে ভালোবাসা হয়ে গোলাপ ঝরে
রাত জাগা প্রেমিকের সম্মোহনী শক্তি ঝরে,
আরক্তিম হিমগ্লোবিনের বদলে হতাশার সফেদ পালক ঝরে।


কখনো কি শুনেছো ?
আকাশ কেনো কেঁদে কেঁদে বৃষ্টি হয়ে ঝরে,
হৃদয় কেনো পোড়ে পোড়ে হয়ে যায় পাথর,
কেন অশ্রু ঝরে ঝরে হয়ে যায় নিথর?


কখনো কি শুনেছো ?
স্বপ্ন কেন ভেঙ্গে যায় রাত পোহাবার আগেই,
সমুদ্র কেন ভাঙ্গে তার আপন পাঁজর,
নদী কেন শুঁকিয়ে যায় মানুষের ঘর ভেঙ্গে,
যৌবন কেন ফেরেনা বার বার বসন্তে বসন্তে ?


কখনো কি শুনেছো ?
কত টুকু প্রেম কিংবা
কত টুকু যন্ত্রণা
পাওয়া হলে সূখী হয় মানুষ?