জানালার ওপাশে বিহঙ্গ নৃত্যরত
ফুলেরা খিল খিল হেঁসে উন্মাদ,
আমার নিথর কবিতার শব্দেরা পরেছে নূপুর পায়ে,
ক্লান্ত দুপুর - সোনালী রোদে লাল টিপ পরা মেঘ
নিয়েছে আজ ছুটি
তুমি এলে তাই.........


ঝিলের জলে নদীর তরঙ্গ কলরোল
বাতাসে আকাশ ভাসছে, নদীতে সাগরের ঢেউ
মৌমাছি ভন ভন উল্লাসিত ক্ষণ চাষে,
মগ্ন প্রজাপতি সাজে বেনারসির ভাঁজে,
বৈশাখী ঝড় বাদলে জরাগ্রস্ত কোকিলেরা ফিরেছে গানে
আজ বড় মধুর সুর সমীরণে
তুমি এলে তাই......


সড়ক আজ গোলাপী কার্পেটে ঘোমটা পরা
বধুর মত লাজে সিক্ত, বেগানা মানুষের ভিড়ে আরক্ত,
ধান ক্ষেতে ঝুমকা লতার মুচকি হাঁসি
দূর্বাঘাসে নির্ঘুম শিশির,
বাদলের আড়ালে চাঁদ শরমে নগ্ন নিজেরে দেখে
তোমারে দেখার পর আজ
তুমি এলে তাই.........