বিরহ লোকাতে চেয়ে রোজ
হই পরাহত,করিনা তার খোঁজ
তবু অন্তরে অন্তহীন দবানল
নিঃশব্দে পোড়ায় বুকের অতল,


কি করি বল এই পোড়া বুকের ধুয়া
কি করে লুকাই এই যাতনার ছোঁয়া।


আমার কবিতার শব্দে শব্দে ভাসে বিরস ফাগুন
লোকানো ক্ষত, নিস্ফলা মাটির চৌ্চির আঙ্গন,
আমার ব্যর্থতার মাঝেই যেন আমি বাঁচি আজন্ম
স্বর্গের সুখ চেয়ে আর কতো দিন থাকব প্রার্থনায় নিমগ্ন।