এ কেমন আদিমতায় ফিরে এলাম আজ,
মানুষ মারছে অবিকল মানুষেরই হাত,
রক্ত পিপাসায় উন্মাদ অন্ধকার রাত,
গ্রামে গ্রামে চলছে ধর্ষণ আর লুটতরাজ।


শান্তির বাণী শুনি পালাচ্ছে ভয়ে
বেড়েছে ক্ষুধার্ত শকুনের রাত জাগা টহল,
কিশোরীর ফ্রকে লাগে রক্তের দাগ
মানবতার চোখ দু'টো নির্ঘুমে হয়ে আছে লাল।


বাঁচার স্বপ্ন টুকু কেড়ে খায় শাসকের শোষণ
পলি মাটির উর্বরতা হচ্ছে রোজ বিলিন,
গৃহ হারা মানুষেরা নেমে আসছে পথে
লাশের মিছিল দেখি পদ্মা নদীর স্রোতে।