একটু একটু করে অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে,
বাতাসে আণবিক উত্তাপের উত্থান দেখে
মিছিলে নেমেছে প্রজাপতি, ফড়িং,
সুন্দরবনে ইউক্যালিপটাসের পত্র পল্লব, পোড়া গন্ধে
অবিশ্রান্ত ঝরছে মাটির ললাট ছুঁয়ে,
ইউরেনিয়ামে ঝলসানো ফায়ার ব্রিগেড বলে আগুন আগুন,
আর মানুষেরা বিয়ারের ক্যান খোলে ডুবে যায় উল্লাসে।


একটু একটু করে বিলুপ্ত হচ্ছে মানব সভ্যতার সুদিন
স্বস্ত্যয়ন পালাচ্ছে তন্দ্রাচ্ছন্ন মানুষের বুকে পা ফেলে,
আমরা হাঁটছি অন্ধকারের আলিঙ্গনের নেশায় উন্মুখ,


কান্নারত অসংখ্য ফুল দেখি বাগানের ডালে ডালে
গোলাপ, চামেলি, জুই, ঝরে যাবার শোকে লোকায় খুসবো,
আর বাস্পরুদ্ধ শিশুরা হারাচ্ছে হৃৎস্পন্দন,


বায়ু মণ্ডলে কার্বনের দাপট হাত পা প্রসারিত করছে
যন্ত্রের যান্ত্রিকতা কেড়ে খাচ্ছে মানুষের আয়ু,
আকাশ জোড়ে হতাশ পাখিদের নির্বাক উড়াউড়ি,
মেঘেরা পৃথিবী ছেড়ে পালাচ্ছে নতুন ঠিকানার সন্ধানে,
আর মানুষেরা টেকনোলজির তন্দ্রায়......... বিভোর।