মোবাইল ফোনের মত যদি
এক ফরমেটেই হয়ে যেতাম ক্লিন
উড়িয়ে দিতাম দুঃখ কষ্ট, রোজ
কিনে নিতাম নিত্য নতুন দিন।


রিইন্সটল করিয়ে নিতাম
ভাঙ্গাচোরা মনটারে,
ভুল ভ্রান্তি যত ক্লান্তি
আপগ্রেডে বদলে দিতাম তারে।


এন্টিভাইরাস রেখে দিতাম
ইন্টারনেল মেমোরিতে,
রোগ শোকের থাকত না ভয়
থাকত না দুচোখ বাঁধা চশমাতে।


ডাউনলোড করে নিতাম "তারুণ্য"
চির দিনের জন্য।