তুমি কাঁদলেনা,
শুধু কাঁদালে, আমার দু’চোখ বেয়ে
কভু না ফেরা স্বপ্ন ঝরালে বৃষ্টির মতোন,
ভালোতো বাসলেনা
শুধু ভাসালে অথৈ অশ্রুজলের মৌন কষ্টে,
যে কষ্টের নির্যাসে কোনোদিন ভিজেনি
তোমার মনের সুপ্ত গলির সবুজ ঘাস।


তুমি তো পোড়লেনা,
শুধু পোড়ালে, অন্তর দহনে ছাই হলো আমার মেধাবী মনন।
তুমি নির্বিঘ্নে হেঁটে পেরিয়ে যাচ্ছো বসন্তকাল,
সময়ের হাত ধরে, আমি খুঁজে পাচ্ছিনা একটাও
ফাগুন মাসের শিউলি ফোটা ভোর।


তুমি মন দিলেনা,
শুধু নিলে, ঝড়ো হাওয়ার মতো এসে চোখের পালক ছুঁয়ে
স্নিগ্ধ যত স্বপ্ন আমার এক ঝলকে ছিঁড়ে নিয়ে
আপন মনের খেয়ালে আঁকছো ছবি আকাশনীলে,
আমি হাটছি একা, মন হারিয়ে নিথর
শিমুল ফুলের মত গন্ধবীনা যাচ্ছে কেটে প্রহর।