চোখ দুটো যার অন্বেষণে
অক্লান্ত ছুটে নদীর এপারওপার, ঘরের ছাঁদে
ক্যাম্পাসে, সৈকতে, গোলাপের বনে,
সে বুকের গভীরে নিঃশব্দে নিরন্তর
বাড়ায় অস্তিত্বের প্রশাখা,
সে কথা মনই জানে, আমি জানিনা।


হৃদয়ের অতলান্তে অনুক্ষণ এক শিহরিত নিঃসঙ্গতা
নিমগ্ন থাকে যার স্পর্শের কামনায়,
আমি তারে খুঁজি সমুদ্রের নোনাজলে,
পাহাড়ের পাদদেশে, যেখানে সবুজ ঘাস খেলে
অবুঝ বালিকার নগ্ন পায়ের পুলকিত আহ্লাদে,
আমি যারে খুঁজে ফিরি নিশিভোর
একাকীত্বে হয়ে চুর,
সে আমার ঘরের খোলা বাতায়নের ওপাশ থেকে
উঁকি দেয় চুপিসারে,
জ্যোৎস্নার আদলে
বসন্ত ভেজা চোখ তার,
সে কথা মনই জানে, আমি জানিনা।


আমার বুকে এক নদী জলের পিপাসিত খরা,
বৃক্ষের ডালে পাতা ঝরা শোকের মত
বাঁচি শুধু ফাগুনের ঠোঁট চুমে
আবার বিমুগ্ধ যুবক হবো বলে,
সে কথা মনই জানে, আমি জানিনা।