নিয়ে গেলে সব ফোটানো গোলাপ
কুর্তার ভাঁজে রাখা ঘুমন্ত খাব,
আলোর প্রদীপ
বিকেলের স্নিগ্ধ রোদ
স্মৃতির ছবি আঁকার দেয়ালটাও রেখে গেলেনা ।


নিয়ে গেলে আমার সবক’টা অনাগত ভোর
তোমার স্পর্শ মাথা  চায়ের কাপ,
পকেটের রোমাল
চোখের কোণে জমে থাকা নিমকিন প্রেম,
ঘরের দেয়ালে ঝুলন্ত ছবিটাও রেখে গেলেনা ।


নিয়ে গেলে আকাশের নীল রঙ
চাঁদের হাসির উচ্ছাসে ভরা আমার প্রতিটি ক্ষণ,
মাথার টুপি, জায়নামাজ
রবি ঠাকুরের কাব্য গ্রন্থটাও রেখে গেলেনা ।


নিয়ে গেলে হৃৎপিণ্ডের স্পন্দন
তন্দ্রাচ্ছন্ন রাত,
কবিতার খাতা,
সম্মোহনের স্বপ্ন,
টেবিলের উপর পড়ে থাকা আমার চশমাটাও রেখে গেলেনা ।


তুমি সবই নিলে
শুধু নিলেনা আমার একাকিত্বটা......?