দিনভর ছবি আঁকি
মনের দেয়ালে তোমার ছবি, রাতের অন্ধকারে
অদেখা তোমার সারাটা শহর
বিবস্র করি আপন খেয়ালে টেবিলের উপর,
তারা খচিত নিতম্ব, টোলপড়া গোলাপি রঙ গাল
বুকের মধ্যিখানে এক জোড়া মদের বুথল,
কিরিচের মত ধারালো নাকে তৃষ্ণার্ত চকচকে ঘাম,
ঠোঁট জোড়া পাকা ফলের মত রসালো রসে টুইটুম্বর,
মখমলী দেহ নদে জোত্স্নার মগ্ন সন্তরণ ।


আমি তোমারে আঁকি ইচ্ছে মত রঙ মিশিয়ে
কামনা যেখানে যত ফোঁটাতে চাই,
রেশমি চুলের ভাঁজে গোলাপের বদলে রেখে দেই
নির্ঘুম খাব, ঠোঁটে হাসির বদলে রেখে দেই
অনন্ত রাত;
তোমার মেধহীন দেহের ভাঁজে রেখেছি কিছুটা ক্লান্তি
যেন তুমি অক্লান্তিতে বুড়িয়ে না যাও,
ললাটে হীরের সিধুর
আর পায়ের নিচে ঘাসের বদলে স্বর্ণ ধুল,
স্বপ্নের মত করে তোমারে বদলে দিয়েছি আপাদমস্তক ।


নিঃসঙ্গতা যখন দাঁতে ফেলে কাটে আমার পাঁজরের হাড়
তখন তোমার ছবি আঁকি
কষ্ট গুলো মুচকি হেঁসে পালিয়ে যায়
তোমাকে নগ্ন দেখে,
আমি বেঁচে থাকি আরো কিছুটা সময়
তোমাকে ভালবেসে।