বুকের মাঝে কষ্ট ভীষণ, নষ্ট ভীষণ সময়টা যে
আমরা করি ভাতের লড়াই
সকাল দুপুর রক্ত ঝরাই,
নেতারা সব ব্যস্ত থাকেন ইলেকশনে-ভোটের কাজে;


নেতার মুখে নেতাগীরি স্বপ্ন দেখান চামচারাও
ঘুচবে আঁধার আসবে সুদিন
জ্বলবে বাতি ঘরে রঙ্গিন
কৃষক শ্রমিক হাসবে শুধু, হাসবে ঘরের মা'ও;


বুকের মাঝে কষ্ট ভীষণ, নষ্ট ভীষণ সময়টা যে
নুন আনতে পান্তা ফুরায়
স্বপ্ন দেখার সময় কোথায়,
চোখের জলে কৃষক জ্বলে, মানে আমার স্বদেশ জ্বলে যে!


বুকের মাঝে কষ্ট ভীষণ, নষ্ট ভীষণ সময়টা যে
ভালবাসার আকাল যেন বাড়ছে দ্রুত
স্বার্থের হাতে মানুষ ধৃত,
কেউ করেনা এখন কারো একটু খানি খেয়াল যে!