অন্ধকার!
প্লিজ তুই এবার রঙ বদলা;
তোর আঁচল তলে আমার যে আর লাগছেনারে ভালো
আর কতকাল থাকবিরে তুই নিকষ আঁধার-কালো;
অন্ধকার! প্লিজ!
শেষ বয়সে আমায় একটু পরতে দেনা আলো
দুচোখ ভরে দেখতে দেনা সূর্য রাঙ্গা ভোর,
লাল সবুজের সেই পতাকা আর
পদ্ম শাখে দেখতে দেনা সজীব কচি ফুল।
অন্ধকার! প্লিজ তুই যানারে ভাই,
আমার আঙন ছেড়ে অন্য গ্রহে হোঁচট খেয়ে পড়,
আমি মানুষ, বাঁচতে দেনা; আমায় করো পর।