আঠারোতে বিয়ে, বিশে এলো মেয়ে,
বাইশের বৈশাখ-এ পতিটারে খেয়ে;
ঘর ছাড়া হলো সে হাত ধরে মেয়েটার,
অশ্রুতে ভিজে তার স্বপ্নের সংসার।


কৃষ্ণ মেঘের মত শ্যামলা রঙ তার,
টগবগে যৌবন ক্ষুরধার তলোয়ার;
কানাকানি করে লোকে, দেখে তারে মস্তিতে,
ঘর নেই রাত কাটে দুঃসহ বস্তিতে।


আশেপাশে ঘোরে তার কত ছেলে বখাটে,
ঝুপড়ীওয়ালা মাঝরাতে এসে বলে ভাড়াদে!
জ্বরে কাঁপে মায়েটা, পেটে তার ভাত নেই,
গলিভরা কুকুরেরা ডেকে বলে সাড়াদে!


ঘর ঘর কাজ করে, বাসি আর পচা খেয়ে,
মেয়ে তার বেড়ে উঠে কাঁদা ভরা সিঁড়ি বেঁয়ে;
চোখ তার ভরা জলে, কষ্টের শেষ নেই,
জীবনের সংগ্রামে পাশে তার কেউ নেই।