পদ্মা নদীর ছলাৎ ছলাৎ জলের ছলে
ভাঙ্গে আমার গাঁয়ের পাঁজর,
মায়ের স্বপ্ন,
বোনের মেহেদী রাঙা হাতের চুড়ি।
জলের পাগল স্রোতের উন্মাদনা
পিতার হাতের কষ্টে গড়া টিনশেডের একচালা ঘরটা
নিলো কেড়ে, চোখের জলে ভাসলো নদীর বুক,
ভাসলো আশা, ভালোবাসা
লক্ষ মানুষ  ভাসলো নদীর স্রোতে,
কাল সকালের স্বপ্ন সমেত নিঃস্ব হলো এক নিমিশে
ঘর হারিয়ে এক ভাসমান জীবন পেলো
নগ্ন আকাশ তলে,
ভাসলো মানুষ দেশান্তরে কেউ ভিখারী বেশে
কেউ বেশ্যা কেউ মজুরী করে,
পদ্মা নদীর জলের ছলে।


তবু কি আর থামলো নদীর মাতাল জোয়ার।
রোজ সকালেই খাচ্ছে নদী শস্যে ভরা ক্ষেত,
গুড়িয়ে পাঁজর নিচ্ছে কেড়ে চাষের জমি
ঘুমের ঘোরে মগ্ন যখন চাষী,
আমার প্রিয়ার ফসকে যাওয়া পা’টা ধরে
সে-ই খেলো টেনে।