একা থাকতে থাকতে এই পরবাসে আমার মনটা এখন
বাসি স্বপ্ন গুলো নিয়ে ভীষণ ক্লান্তিতে
ব্লাডপ্রেসারের হাত ধরে বাঁচার অনুষঙ্গ খুঁজে
কবিতার শব্দের মাঝে,


মেশিনের সাথে গল্প করে করে এখন নিজেই মেশিনের ভাষায়
জীবনের সুইচ টিপে দিতে গিয়ে অকস্মাৎ হোঁচট খেয়ে
ভাঙ্গে তন্ময়তা যখন
দেখি আমি মেশিনের মত নই, আমি ক্ষুধার্ত
ফিরে আসতে বাধ্য হই ভুখা-নাঙ্গা মানুষের মিছিলে,


যখন বুকে ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হয় মাঝে মধ্যে
হাতের কাছে নিজের দুটো হাত ছাড়া
যখন কারো একটু ছুঁয়া
তৃষ্ণা হয়ে বুকের পাঁজর ভেঙ্গে চুরে রাত্রি জাগায়,
মনটা আমার কষ্ট বুঝে চুপচাপ ঘুমিয়ে বিভোর
নিথর দেহে স্বপ্ন একা জাগে তখন
মায়ের দেশের মগ্ন ভালোবাসায়।