তুমি এলেই আমার ঘরের বিলাসী অন্ধকার
চুপচাপ দ্রুত পালিয়ে যায় নিভিয়ে দিয়ে বাতি,
তোমার রূপে একটুখানি চোখ ভেজাতে
উকিমারে চাঁদ-
জানালার গ্রিল ধরে এসে দাঁড়ায় নক্ষত্র-নক্ষত্রী,


তোমার কদম ছুঁয়ে ধন্য হতে আকাশ নেমে আসে
আমার ঘরে মধ্যিরাতে,
দুয়ার খোলে দেখি বাইরে হাওয়ার ভিড়
তোমার একটু স্পর্শ পেতে।