আমি কেন একা এই বসন্তে রাত্রি জাগি !
তুমি ফিরবেনা জেনেও নিস্প্রভ প্রদীপের মতো
উদোম বাতাসের লেহনে ক্ষয়ে ক্ষয়ে চোখ রাখি
দরোজার ওপারে,
কান পেতে শুনি
চুড়ির শব্দে বসন্ত এলো কিনা,
আমার সব ক’টা বসন্ত
তুমি লিখিয়ে নিয়েছো নিজের নামে,


তুমি অথৈ সুখে
আজ দুখের দিনের গল্প লেখ,
আমি অগ্নিদগ্ধ হই,
পাঁজরে
তোমার রেখে যাওয়া এক একটা স্পর্শ  
এই বসন্তে
আমারে রাত্রি জাগায়।