দু'চোখ আজ অশ্রু স্নাত
বাতাসে কান্নার শব্দের মিছিল, মেঘলা আকাশে
ঝাঁকে ঝাঁকে শকুনের উড়োউড়ি
পাখিদের নির্বাক ঠোঁটে দুঃসময়ের কলরোল,
আমাদের স্বাধীনতা আজ ঘুমোতে পারছেনা কিছুতেই;


রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে থাকা
এক যুবতির বিবস্র লাশ, কুকুরেরা ঘেউ ঘেউ শব্দে
মেতে আছে লাশের ধর্ষণে,
জোনাকিরা পালিয়েছে ভয়ে গ্রাম ছেড়ে
সন্ধ্যার পর ভুল করেও কেউ বাজায় না বাঁশের বাঁশি
পথের কিনারে বসে,
প্রেমিকার হাত ধরে মুগ্ধ নয়নে রাতের আঁধার চিরে
প্রেমিকেরা এখন আর বসেনা লেকের ধারে বা পার্কে,
নদীর তীরে, বা সিনেমা হলে,
হায়েনার আঁচড়ের ভয়ে
আমাদের স্বাধীনতা কিছুতেই  ঘুমোতে পারছেনা;


স্বাধীনতা! এই একটা শব্দ, শুনেছি হাজার লক্ষবার
আজো বুঝিনি তার মানেটা আসলে কী ?
অবাধে ধর্ষণ করতে পারা!
অবাধে মানুষ খুন করতে পারা!
বুলেট প্রুফ জ্যাকেট পরে কৃষকের পাছায় লাথি মারতে পারা
যদি স্বাধীনতা হয়,
আমি আর কোন দিন স্বাধীনতা চাইবো না ।।