বুক ফেটে যায়, তবু মুখে কয় না বদন জ্বালা,
চোখের জলে লাজের কাপন
বুকে সরষ শস্য পুড়ায়, ফাগুন অগ্নি মেলা।


চোখ দুটো তার খাঁচার পাখীর মত নাচে,
বাঁশ ঝাড়ের ফাঁকে ফাঁকে
হলদে রোদে স্বপ্ন আঁকে,
ঘুমে বিভোর মনটা যে তার নেইতো মনের কাছে।


তার বেণী খোলা রেশমি চুল হাওয়ায় খেলে
বোশেখ মাসের রঙ মেখে সে উড়ায় গোলাপ কলি,
সূর্য দেখে দুহাত বাড়িয়ে
বলে, আয়নারে সই গোল্লাছুট খেলি......


সে কলসি ভরা উনিশ ফাগুন জলে
আজ স্নান সেরেছে ভোরে,
আমার দুচোখ ভরা স্বপ্ন পূরণ করে............