আমার একখান স্বপ্ন আছে
সোনা রঙা রোদের হাঁটে কিনতে যাবো ভোর,
শান্ত স্নিগ্ধ হাওয়ার পরশ কিনবো কিছু
আর কিনবো পাখপাখালীর সুর।


আমার একখান স্বপ্ন আছে বুকের মাঝে,
কাঁঠাল কাঠের লাঙ্গল কিনে করবো জমি চাষ,
যন্ত্র দানব মন্ত্রে আমার অলস দেহে অসুখ বাঁধে ঘর,
খেয়েদেয়ে আরাম আয়েশ, চাইনা পঙ্গু বারোমাস।


আমার একখান স্বপ্ন আছে, জ্যৈষ্ঠ মাসে
কাঁঠাল পাকা ঘ্রাণে যখন পাগল হবে মন,
স্কুলের ঘণ্টা বাজিয়ে দেবো গ্রীস্মকালীন ছুটি
মিষ্টি মধুর আমের রসে নাচবো ক্ষণে ক্ষণ।


আমার একখান স্বপ্ন আছে, পান্তা ভাতে
ইলিশ মুড়ি রোজ সকালে খাবো,
ভালোবাসা পাই বা না পাই
শুধু ভালবেসে যাব।