কিছু কিছু স্মৃতি কখনও হয় না মলিন
আর কিছু কিছু প্রেম
আজন্ম আঁখি জলে ঝরে ঝরে
বয়ে যায় নদী, তবু রয়ে যায় অন্তহীন,


সেই সব স্মৃতি আর বিমুগ্ধ ক্ষণ গুলো আজো
আমারে বাঁচায়, কাঁদায়, হাঁসায়
হাত ধরে টেনে তুলে ক্লান্তিতে মোড়ে যাওয়া শরীরে
ঢেলে দেয় নতুন দীপ্তি,
চশমা ছুঁড়ে ফেলি
দেখি সেই প্রথম যৌবনের উত্তাল ফাগুন,
স্কুল ড্রেসের উষ্ণ পকেটে ভরা কিশোরীর হাঁসি
আর মুকিত ভেরাইটিজ স্টোরের মৌতাত আড্ডা
গরম চা, সিগারেটের ধোঁয়া,
সকাল দুপুর বিকেল দাবা খেলে জিতে নিতাম
মায়ের বকুনি;
সময়ের কোনো সময় ছিলনা ঠিক, বয়ে যেত
আমিরদী নদীর জলে দিনরাত,


খাই বা না খাই ছিলনা ভয় মনে মৃত্যুর,
ছিলাম স্বপ্নবাজ, সিনেমার নায়কের মত একদিন
হয়ে যাবো ডাক্তার নায়িকার হাত ধরে,
সেই দিন হয়ত আর আসবেনা কোনোদিন ফিরে
আমি দুর প্রবাসে একা বসে ভাবি,
চোখের মৌন জলে হারানো দিনের সব বিমুগ্ধ ছবি...