কানে হেডফোন এঁটে পৃথিবীর মানুষেরা সব
নিঃসঙ্গ হতে হতে রাতের নিস্তব্ধতা আবাদ করে
শরীরের ভেতর,
ক্লান্তি নেই, যন্ত্রের অনুসঙ্গতায়
ভুল পথে হাঁটছে সৃষ্টির সেরা জীব;


দু হাতের টাচস্ক্রিনে আঙুলের মগ্ন খেলা
অয়াইফাই ইন্টারনেটে রাত চলে যায় এক পলকে,
নাস্তার টেবিলে দুর্ভিক্ষ নিথরতা,
কথা বলা যেন ভুলে যাচ্ছে মানুষ
আজকাল কেউ কারো রাখেনা খবর
যন্ত্রের মন্ত্রে উদাস ভালোবাসা
ছেড়ে যাচ্ছে মানুষের ঘর।


হাতে রাক্ষুসে দানব নিয়ে ঘুরে ফিরে মানুষ
চলে তার নৃত্যের তালে তালে বেহুঁশ,
সভ্যতা নগ্ন হাটে ভগ্ন পায়ে
মানুষেরা ফিরে যাচ্ছে আদিম বন মানুষের গাঁয়ে!