কত রোদ পোড়ালাম দু'হাতে
পাথরের কঙ্কাল ভেঙ্গে
বাতাসে উড়ালাম ঘাম রঙ স্বপ্ন
খুঁজলাম সুখ;
ভেজা আঁখি,
নিমকিন অনুরাগে কত পথ পেরিয়ে
ক্লান্তির অবশ শরীর তুলে রাখলাম প্রত্যাশার কপাটে,
এক এক করে সময়ের অগ্নিদগ্ধ হাত ধরে
ঘর ছেড়ে বহু দুর
মরুর পাথর পাহাড়ের কপালে এঁকেছি জীবনের মানচিত্র,
একেক ফোঁটা ঘাম কষ্টের রঙ মেখে
ঝরে রোজ কংক্রিট ঠোঁটের কিনারে,


কখনও অনাহারে সূর্যের দাবানলে পুড়ি
অসুখ বিসুখে চেয়ে থাকি প্রার্থনায় আকাশের করুনা,
গ্রীষ্মের দুঃসহ তাপদাহে পুড়ে শ্মশানে শরীর মন
এইখানে বসন্তের ঠিকানাতো কারো নেই জানা,
তবু এক মুঠো সুখ খুঁজি দুখের সমুদ্র তটে
ভালোবাসা ভরা সুখ;
যে সুখের সন্ধানে ঘর ছেড়ে আমি  নিজেরে হারিয়ে খুঁজি......?