শুন্যতা আমার ঘরের চার দেয়ালে
নির্লজ্জের মত মাথা উঁচু করে চোখ রাঙিয়ে,
অস্তিত্ব প্রসারিত করে
সেই কবে থেকে বাড়াচ্ছে বংশ বিস্তার,
তাকে তাড়াবার ব্যর্থ প্রচেষ্টা আমার ক্লান্ত ।


শুন্যতা আমার শার্টের পকেটে,
লুঙ্গির ভাঁজে, উনুনে চড়ানো হাঁড়ির ভেতর,
তোশকের অভ্যন্তরে, করতলে,
শুন্যতা আমার ভেতর
আয়ুর সড়ক ধরে পাশাপাশি হাটে প্রতিদিন।


শুন্যতা, রিক্ততা, দৈন্যতা, নিস্বতা, নিঃসঙ্গতা,
এই শব্দ গুলি কেমন করে আমার হল,
নাকি আমিই তাদের হয়ে জন্মেছি-এই ভেবে
কেটে যাচ্ছে আমার রাত্রিদিন।