পৌষ গেছে মুচকি হেসে
মাঘের কোয়াশায় সুর্য লোকায় মুখ,
শিশির স্নানে নৃত্যরত
টোকাই শিশুর দুখ্।


কনকনে শীত রিক্ত দুহাত
নগ্ন শরীর এলিয়ে দিয়ে ঘাসে,
পেটের ক্ষুধায় পুড়ে পুড়ে
অশ্রু সজল হাসে।


রঙ বে-রঙের স্বপ্ন চোখে
আসবে সুদিন ভোটের শেষে,
পথের পাশের মানুষ গুলো
দুঃখ শেষে উঠবে হেসে ।


নেতা এলেন মিছিল হলো
ভোটের শেষে মন্ত্রী হলেন কতো,
বস্রহীনা টোকাই শিশু
পথে ঘাটে রইল শত শত ।