চিনতে কী পেরেছো বিশ বছর পুরোনো সেই আমাকে?
পারোনি ? জানি হয়ত পারবেওনা,
আমি কিন্তু একটুও বদলাই নি,
শুধু ঋতু বদলে একটু এদিকওদিক বদলেছে মানচিত্র,
যৌবনে জোয়ারের প্লাবনে যেমন ভাঙ্গে নদীর পাড় !


দেহের ভাঁজে ক্লান্তি আর চোখে চশমা বসতি গেড়েছে,
পেকেছে চুল - দাড়িতো আজো রাখাই হয়নি,
তুমি কী চিনতে পারবেনা?
খুব কষ্ট হবে হয়ত,
তোমার মোটা ফ্রেমে বাঁধানো চশমার লেন্সে
কেমন দেখাচ্ছে আমাকে?


এত বছর পর তোমার মূখোমূখী দাঁড়ীয়ে
আজ ভাবতেই পারছিনা যে তোমাকে ছাড়া
এতটা বছর আমি নিঃসঙ্গ ছিলাম.........