এক গ্লাস জল চেয়েছিলাম
তুমি দিলে গ্লাস ভর্তি অশ্রু ; লবনাক্ত ক্ষয়,
সাদা কাগজের ভাঁজে এঁকে দিলে হৃৎপিন্ডে ক্রসচিহ্ন,
তখনো বুঝিনি তোমার প্রত্যাখানের সাংকেতিক ভাষা;


শুধু তাকিয়ে ছিলাম তোমার চোখের নীল ক্যানভাসে
কিছুটা সময় অপলক, আমার একটা  স্বপ্ন
তোমার চোখে বাডছে প্রতিদিন ভ্রুনের মত
একটু একটু করে, তুমি তার পাত্তাই দিচ্ছনা।


তোমার পদ স্পর্শের খুব কাছাকাছি
খসে পড়া একটা নক্ষত্র আয়ুর শেষ সন্ধা বেলা
নিজস্ব দীপ্তি ঝরাচ্ছে ...
তোমার চোখ দুটো আকাশে উড়ার স্বপ্নে বিভোর।