'আমার কষ্টের মাঝে যদি সুখ খুঁজে পাও
আজন্ম আমি স্নাত হব অশ্রু জলে
তোমার ঠোঁটের এক টুকরো উদ্ভাসিত হাসির জন্য
আমি হাসতে হাসতে সারাজীবন কাঁদতে পারি,.........।


আমি কখনো তোমার চোখের অশ্রু হয়ে ঝরতে চাইনা
বেলা অবেলায়, বিরহ অভিমানে,
আমি ঘামে ভেজা হাতে মাঠির শক্ত পাঁজর খুঁড়ে
ফোটাব গোলাপ, শুধু তোমার খোঁপায় সাজিয়ে দিতে,


আমি ক্লান্তি বিক্রি করে দিয়েছি
তোমার প্রতিটি পুলকিত পদক্ষেপের জন্যে,
আমি আমার শ্বাস প্রশ্বাস বিক্রি করে দিয়েছি ঈশ্বরের কাছে
তোমার পরিব্যাপ্তির কামনায়,
আমার প্রার্থনার প্রতিটি শ্লোক তুমি থেকে শুধু তুমি পর্যন্ত,


কোনো কষ্টই আমার পাঁজরে এখন আর হয়না অনুভূত
তুমি যত পারো ফুলের বদলে পাথর ছুঁড়ে মারো
অন্ধকার ছুঁড়ে মারো আলোর বদলে,
মেশিন গানের বুলেট ছুঁড়ে মারো
আমি তোমারই থাকব জীবনের শেষ দিন পর্যন্ত ।