তুমি আসবে বলেও এলেনা
সারাটা রাত  আমার ঘুমহীন কষ্টের এলোমেলো পায়চারি
আর দুঃস্বপ্নে ঘোরে ফিরে কেটে যাচ্ছে
বয়সের বসন্ত কাল,
তোমার সান্নিধ্যের একটু উষ্ণতা মগ্ন হবার যে স্বপ্ন
তুমি পাঠিয়েছিলে খামে ভরে
আমি সেই স্বপ্ন নিয়ে এমনি একা
আর কতোকাল বাঁচবো - তুমি বল্লেনা তো !


তুমি আসবে বলেও এলেনা
তোমাকে ছোঁবার  আকাঙ্ক্ষা আমার হৃদয়ের অতল পোড়ায়,
পাঁজর ভাঙে আগুনের ঢেউ, তোমাকে ছাড়া
ভালোবাসার ডায়রিটা রয়ে যায় স্বপ্নহীন, যন্ত্রনা দগ্ধ,
তোমার পেলব ঠোঁটের ক্যানভাসে
ছবি আঁকার যে স্বপ্নটা তুমি আমাকে পাঠিয়েছিলে
ডাক পিয়নের হাতে
আমি সেই স্বপ্ন নিয়ে আর কতো রাত জাগবো এমনি একা
সে কথা তুমি বল্লেনা তো!


তুমি আসবে বলেও এলেনা,
কতো শ্রাবণ - কতো বসন্ত গেলো অতন্দ্র পথ চেয়ে,
কতো চাঁদনী রাত - কতো পূর্ণিমা গেলো
ক্লান্তি জড়ালো চোখের পাতা তবু আসেনি ঘুম,
তুমি আসবে বলে
আমার দরোজার কলিংবেল রাত জেগে জেগে
আজ অভিমানে ক্ষুব্ধ ক্লান্ত দেহে নিয়ে গেছে ছুটি,
আমি একা আর কতো রাত জাগবো তোমার স্বপ্ন নিয়ে
সে কথাটি ইমেইল করে জানিয়ে দিতে যদি!