তোমাকে কাছে ডাকার শব্দ গুলো আমার
বাতাসে এলোমেলো হয়ে, সুতো কাঁটা গুড়ির মত
ঠিকানাহীন কোনো গাছের মগডালে আটকে থাকে,
তোমার জানালার কাঁচ ভেঙ্গে
আমার ছুড়ে মারা পাথর লেপটানো মনটা
ছুঁতে পারেনা তোমার ওস্টের তিল;
প্রতিরোজ ভোর থেকে সন্ধ্যার পর রাত পর্যন্ত
অনুশীলনে ব্যর্থ হই যতবার
তারপর ফের......... তারপর......
দীর্ঘ শ্বাস টেনে ফের.........বুক ভরে ভালোবাসা ছুঁড়ে মারি,
তুমি বুঝ কি না বুঝিনা......।


তোমার ঘরের কাঁটা তাঁরের চৌহদ্দি লৌহ শেকলের মত
পা' আটকে রাখে, রক্তাক্ত করে পাঁজরের নরম ছাউনি,
তোমাকে ছুবার আকাংখা তবু
সম্মোহনী শক্তিতে অবিচল-ক্ষুরধার।
                                তুমি জানো কি না জানিনা......।


আমি হাত বাড়াই তুমি দেখোনা,
আমি ডাকি তুমি শোন না,
আমি যত বার তোমারে দেখি, প্রার্থনা করি
শুধু এক অবিনশ্বর জীবন, তোমার প্রেমের ছায়ায়;
দেবে কি না জানিনা......।