কত স্বপ্ন আমি সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম
তোমার দীঘল চুলের ভাঁজে ভাঁজে সঙ্গোপনে,
শ্রাবণ মাসের বৃষ্টি ঝরা রাত জেগে জেগে
তোমার ছবি এঁকে এঁকে মনের দেয়াল রাঙিয়েছিলাম;


তোমায় ভালো বেসে বেসে কষ্ট নদীর অগাধ জলে
হেসে হেসে তলিয়ে যাবার তীব্র নেশায় মগ্ন ছিলাম,
তোমার আঁচল পাড়ের ঘ্রাণে ঘ্রাণে আমি রাত্রিদিন
তোমার ভালবাসার আশায় আশায় পথের বাঁকে পড়েছিলাম;


তুমি জানলেনা সে দুঃখ, দুঃখ আমার জীবিন জুড়ে
বাঁচি শুধুই একা একা তুমিহীন, সুরমা পারে।