(নিউজিল্যান্ডের আল নুর মসজিদের নিহতদের প্রতি উৎসর্গ)


বেদনায় আপ্লুত হওয়া ছাড়া কী আর করতে পারি আমি
এ যুদ্ধ তো নয়,
মরণের নেশায় উন্মাদ এক
ঝাঁঝরা করেছে পাঁজর, তাতে স্বপ্ন ভরাছিল কত;
সে কী জানে এত রক্ত ঝরিয়ে
মানুষের সংজ্ঞাচ্যুত হয়েছে মানুষ এক!


কান্না থামাবার সামর্থ্য নেই আমার কবিতার শব্দের মাঝে,
শোক প্রকাশের ভাষা কই,
আমি শুধু নির্বাক কলমের পানে চেয়ে আছি রাতভর
কয়েক ফোঁটা অশ্রু ছাড়া আমার কলমে বিদ্রোহ কই !


এত নিস্তব্ধতা চারপাশে,
রক্ত ঝরেছে অনাথ হয়েছে যত শিশু
বেদনার আগুনে ঝলসে তারা যদি একদিন হয়ে উঠে হিংস্র
তুমি কী বলবে সে দিন?
জংগী? আতংকবাদী? হন্তারক?


ইউএন তুমি নির্বাক কেন?
তোমরা আজ এত নিশ্চুপ কেন .........?