ঘর টা আমার পুড়ে গেছে নির্মাণের আগেই
অন্তর দহনে কাট পোড়ে কয়লা,
বাতাসে উড়ে গেছে ছাই-ভস্ম
তাতে ভালোবাসার কি দোষ,
কেউ বুঝেনা আজকাল সময়ের স্রোতে গাঁ এলিয়ে
সভ্যতা ক্রমশ ফিরে যাচ্ছে আদিমতায়।


তোমার কথা আমি রাখতে পারিনি,
আমি সেকেলে,
বিংশ শতাব্দীর ঔরস জাত আর তুমি
এক বিংশের চায়নিজ, ফাস্ট ফুডের কম্বিনেশন,
আমি হাতের আঙ্গুল ছেঁটে পরিতৃপ্তি খুঁজি
মাটির প্লেটে,
তুমি পিজার বক্স খোলে উচ্ছ্বাসে বসন উড়াও;


তোমার হাই হিলে যে যৌবন চলে কুড়িয়ে কুড়িয়ে
না ছুঁয়ে ভিজে মাটির সোঁদা গন্ধ,
আমি তারে দিতে চেয়েছিলাম ফাগুনের ধুপ
আর প্রেমের ছন্দ...