প্রেম কই! এখানেতো মানুষেরা মৃত লাশ
ভালোবাসা তাই করেনা এখন হৃদয়ে বসবাস।


প্রেমের উদ্যানে দেখি রোজ গনিকার হাঁট
বেচাকেনা হয় প্রেম - নক্ষত্রের রাত,
কংক্রিট নগরীর উষ্ণ উত্তাপে দগ্ধ
স্বপ্নেরা ডানা মেলে উড়ে যাচ্ছে মেঘের আশ্রয়ে;
মানুষের রক্ত মাংসে শকুনের ক্ষুধার্ত নেশা
ব্যথা গ্রস্থ প্রেম তাই ছেড়ে যায় মানুষের বাসা।


প্রেম কই! এইখানেতো রোজ জ্বলে শ্মশানের আগুন
মানুষ পোড়ে মানুষের হাতে আর পোড়ে ফাগুন......


ভালোবাসা কই! বনলতা সেনের দুচোখ সিক্ত অশ্রুজলে;
শ্রেষ্ঠ জীবের উপাধি হারাচ্ছে মানুষ
অবুঝ কিশোরীর ঘাগরা খুলে.........