অশ্রু ঝরে বৃষ্টির মতো নিঝুম রাত;
অঝোর শ্রাবণ দাঁড়িয়ে আমার ক্লান্ত চোখের
তন্দ্রা হারা ব্যলকনিতে,
খিল খিলিয়ে পিদিম হাঁসে
নিগূড় আঁধার ছড়িয়ে আমার উদাস সিক্ত ঘরে,


আমি পাইনা খুঁজে মনের কোণে সুপ্ত যে রঙ
তুমি ভরেছিলে, সেই ফাগুনের সন্ধ্যায়…
পাগল করা মিষ্টি হাসির বন্যায়,
ভাসিয়ে দিলে ঘরের ছাঁদ, সেই বিকেলে
রাত্রি আমার বিভোর থাকে তোমার সুখের আলপনায়।