মূখে বলিস ভালবাসি
বুকে তোর না,
ঠোঁটে তোর মিষ্টি হাঁসি
চোখে ছলনা।


কত্তো ছেলের মন পোড়ালি
ধন পোড়ালি তুই,
ছেলে বুড়ো বলে তোরে
কাঞ্চা ধানের খই।


তোর গোলাপী রূপের নদী
উতাল পাতাল ঢেউ,
ভাঙ্গে হাজার বুকের পাঁজর
তন্দ্রা হারা কেউ।


এই ফাগুনের কসম তোরে
বাসিস যদি ভালো
হৃদয় খোলে জ্বালিয়ে দেনা
ভালোবাসার আলো।